Fri. Sep 19th, 2025
Advertisements

বৃহস্পতিবারও তদন্ত প্রতিবেদন দাখিল হয়নিশুক্রবার, ৮ এপ্রিল ২০১৬: সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন বৃহস্পতিবারও দাখিল হয়নি।
এদিন প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য থাকলেও র‌্যাব প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট ইউনুস খান প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ মে দিন ধার্য করেছেন।
মামলায় রুনির কথিত বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি ৮ জন। মামলার অপর আসামিরা হলেন- বাড়ির সিকিউরিটি গার্ড এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুন, পলাশ রুদ্র পাল, তানভীর ও আবু সাঈদ। আসামিদের মধ্যে পলাশ রুদ্র পাল ও তানভীর জামিনে রয়েছে।
আসামিদের প্রত্যেককে একাধিকবার রিমান্ডে নেওয়া হলেও তাদের মধ্যে কেউ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়নি।
২০১২ সালের বছর ১১ ফেব্র“য়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নিজ ভাড়া বাসায় খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়।