খোলা বাজার২৪, শুক্রবার, ৮ এপ্রিল ২০১৬: কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খালেদা জিয়া হলে গত ৪ দিন ধরে পানি নেই বলে অভিযোগ করেছেন হলের আবাসিক ছাত্রীরা। প্রতিবাদে বৃহস্পতিবার তারা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিস ঘেরাও করে।
খালেদা জিয়ার হলের আবাসিক ছাত্রীরা অভিযোগ করে বলেন, ‘সোমবার থেকে খালেদা জিয়া হলে পানি নেই। সন্ধ্যার দিকে মিনিট দশেকের জন্য পানি আসলেও পানির গতি থাকে না। ওই সময় যে পরিমাণ পানি পাওয়া যায় তা দিয়ে কিছুই হয় না। এতে করে ছাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। তারা বলেন, বিষয়টি হল কর্তৃপক্ষকে জানালেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। তারা শুধু অযথা সময় ক্ষেপন করছেন। জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে খালেদা জিয়া হলের প্রায় দুইশত আবাসিক ছাত্রী পানির দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিস ঘেরাও করেন। এসময় প্রকৌশল অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন। ছাত্রীরা প্রকৌশল অফিসে প্রায় দুই ঘন্টা অবস্থান করেন। পরে হল সংশ্লিষ্ট প্রকৌশল অফিসের ৫ জন কর্মকর্তা বিষয়টি বিকাল ৫ ( বৃহস্পতিবার) টার মধ্যে সমাধান হবে এই মর্মে লিখিত আশ্বাস দিলে ছাত্রীরা হলে ফিরে যান। বিকালে হলে পানি আসে বলে ছাত্রীরা জানান।
খালেদা জিয়া হলের আবাসিক ছাত্রী জেরিন বলেন, ‘খালেদা জিয়া হলের পানি সংকট নতুন কোনো সমস্যা না। ২০১০ সালের হলের নতুন ব্লক তৈরির পর থেকে দুপুর একটার পর পানি থাকে না। এ বিষয়ে দুপুরে অভিযোগ করলেও পানি আসে বিকাল পাঁচটার দিকে। এটার স্থায়ী সমাধান হওয়া দরকার।’
এ বিষয়ে যোগাযোগ করতে খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. এসএম মোস্তফা কামালকে ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মকবুল হোসেন বলেন, ‘৪ দিন ধরে হলে পানি নেই বিষয়টি অবিশ্বাস্য। আমাকে এ বিষয়ে কেউ জানায় নি। আমি এখন ঢাকায় আছি। ক্যাম্পাসে ফিরে এ বিষয়ে ব্যবস্থা নেব। প্রকৌশল অফিসের দুইজন প্রকৌশলী বিষয়টি দেখছে বলে তিনি জানান।
প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ‘বিদ্যুতের লো-ভোল্টেজের কারণে পাম্পে পানি উঠছে না। এ কারণে ছাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।’