Wed. Sep 17th, 2025
Advertisements

29খোলা বাজার২৪, শুক্রবার, ৮ এপ্রিল ২০১৬: শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশেৃ কিংবা স্বর্ণলতা প্রেম যদি সত্যি হয়ৃ দৃষ্টি প্রদীপ জ্বেলেৃ নব্বইয়ের দশকের গোড়ায় ডিফারেন্ট টাচ ব্যান্ডের এইসব জনপ্রিয় গানের কণ্ঠ দিয়েছিলেন মূল ভোকালিস্ট মেজবাহ রহমান। গানগুলো দেশব্যাপী বেশ আলোচিত হয়। দীর্ঘদিন পর এবার বৈশাখে মেজবাহ প্রকাশ করছেন একক অডিও অ্যালবাম। ‘তোমার জন্য’ শিরোনামের এই অ্যালবামে গান থাকবে ৭টি।
অ্যালবাম গানগুলো লিখেছেন : সোহেল রাজ, ডাব্লিউ রহমান, লিখন ও মেজবা রহমান। সুর করেছেন সোহেল রাজ, সালমান আজামি, লিখন ও মেজবা রহমান। এ ছাড়া মিউজিক করেছেন অমিত, সোহেল রাজ, সালমান আজামি ও পার্থ বড়ুয়া।
মেজবাহ জানান, অনেক দিন পর। একটা উত্তেজনা তো কাজ করছে। তবে আমার যে গায়কী শ্রোতারা পেয়েছেন আশাকরি সেটার ভিন্নতা হবে না। আমি চেষ্টা করেছি শ্রোতাদের প্রত্যাশা পূরণের। বাকিটা দেখা যাক।
আগামী শনিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এই অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হবে। এতে উপস্থিত থাকবেন দেশবরেণ্য কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী, সংগীতশিল্পী নকীব খান, আইয়ুব বাচ্চু, ফাহমিদা নবী, আসিফ আকবরসহ অনেকে।