Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

35খোলা বাজার২৪, শুক্রবার, ৮ এপ্রিল ২০১৬: বিপদ ঘনিয়ে আসছে। তবে আমার আপনার অলক্ষেই। আড়ালে থেকে মানবকূলের বিরুদ্ধে এক ভয়ংকর বিষয়। যার কুলকিনারাও করতে পারবেন না বলে দাবি বিজ্ঞানীদের। মেঘনাদের মতোই আড়ালে থেকে মানবকূলকে ধ্বংস করতে ঘুঁটি সাজাচ্ছে সৌরজগতের প্রান্তিক গ্রহ প্ল্যানেট নাইন। বিজ্ঞানীদের আশঙ্কা তেমনই।
সৌরজগতের এই প্রান্তিক গ্রহটির আবিষ্কার খুব একটা বেশিদিন আগে নয়। তার অস্তিত্ব নিয়ে রহস্য রয়েছে আজও। কিন্তু, রহস্যের মাঝেই লুকিয়ে রয়েছে এক ভয়ানক আশঙ্কা। মহাকাশবিদ ড: ডানিয়েল হুইটমিয়ারের দাবি, প্রায় ২৫২ লাখ বছর আগে যেভাবে গ্রহাণুর আক্রমণে যেভাবে ভূপৃষ্ঠ থেকে মানবকূল নিশ্চিন্ন হয়ে গিয়েছিল সেভাবেই ফের নিশ্চিন্ন হবে মানুষ সহ জীবকূল। নেপথ্যে প্ল্যানেট নাইন।
মহাকাশবিদ ড: ডানিয়েলের ব্যাখ্যা, প্ল্যানেট নাইন (মতান্তরে প্ল্যানেট ঢ) থেকে আগত গ্রহাণু নীল সুন্দর পৃথিবীটাকে তছনছ করে করে দেবে। তবে তার জন্য অবশ্য কিছুটা সময় আছে আপনার হাতে। প্রায় ৩০ বছর ধরে গবেষণার পর প্ল্যানেট নাইনের অস্তিত্বের কথা জানিয়েছিলেন এই মহাকাশচারী। এমনকী, প্ল্যানেট নাইন নিয়ে তাঁর গবেষণা অন্য বিজ্ঞানীদের থেকে কিছুটা আলাদা পথেই হেঁটেছেন তিনি।