Mon. Sep 22nd, 2025
Advertisements

18খোলা বাজার২৪, শনিবার, ৯ এপ্রিল ২০১৬ : শক্ত এবং স্বাস্থ্যকর দাঁত বলতে আমার আপনার মতো আম জনতা বুঝি সাদা ঝকঝকে দাঁত। এমন সুন্দর সাদা কাগজের মতো দাঁত পেতে সকলে কত কী না করেন। দিনে বেশ কয়েকবার ব্রাশ করা থেকে শুরু করে স্কেলিং – কিছুই যেন বাদ যায় না তালিকা থেকে। কিন্তু আপনি কি জানেন দাঁতের যে হলদেটে ভাব থেকে মুক্তি পেতে আপনার এত প্রচেষ্টা, সেই হলদেটে ভাবই আপনার দাঁত কতটা শক্ত এবং স্বাস্থ্যকর তা প্রমাণ করে দেয়? শুনে ভাবছেন সবটাই অসত্য। কিন্তু ব্যাপারটা একেবারেই মিথ্যা নয়।
ডেন্টিস্টরা জানিয়েছেন দাঁতের হলদেটে ভাব দূর করার জন্য যে যে টুথপেস্ট ব্যবহার করা হয়, তা সাধারণত দাঁতের ক্ষতি করে। হলদেটে ভাব দূর করতে গিয়ে দাঁতে ক্যাভিটির সমস্যা দেখা দেয়। শুধু তাই নয়, দাঁত ক্ষয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যাঁদের দাঁত খানিক হলুদ তাঁদের দাঁত কিন্তু সাদা ধপধপে দাঁতের চেয়ে কয়েকগুণ বেশি স্বাস্থ্যকর। সুতরাং কারোর দাঁতে হলুদ ভাব দেখে বিরক্ত হবেন না যেন।