Tue. Sep 16th, 2025
Advertisements

25খোলা বাজার২৪, শনিবার, ৯ এপ্রিল ২০১৬ : ফিফটি ইজ দ্য নিউ থার্টি। তিন খানের জন্য নির্দ্বিধায় এ কথা বলা যায়। চরিত্র নিয়ে নিত্য নতুন এক্সপেরিমেন্ট করেই চলেছেন বলিউডের তিন নক্ষত্র।
বর্তমানে সালমান খান ব্যস্ত তাঁর আগামী ছবি ‘সুলতান’ এর শ্যুটিংয়ে।
তবে তারই মধ্যে শোনা যাচ্ছে এসএস রাজামৌলির পরবর্তী ছবি মাক্ষি-২ এর সিক্যুয়েলে অভিনয় করবেন সালমান খান।
চেন্নাইয়ে ইঙঋঞঅ এর পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায় রাজামৌলির বাবা প্রখ্যাত চিত্রনাট্যকার বিজেন্দ্র প্রসাদ এ কথা জানিয়েছেন।
প্রসঙ্গত তিনিই ‘বজরঙ্গি ভাইজান’ এর চিত্রনাট্য লিখেছিলেন। এদিন তিনি বলেন, সালমান নিজেই নাকি মক্ষির সিক্যুয়েলে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছেন।
তিনি এও জানান ‘ঊঞ’-র থেকেই অনুপ্রাণিত হয়েছে এই ছবির কাহিনি।
তবে এখনই শ্যুটিং শুরু করার কোনও তাড়া নেই তাঁদের। ২০১৭ সালে বাহুবলীর দ্বিতীয় ভাগ মুক্তি পাওয়ার পরেই মক্ষি নিয়ে পরবর্তী চিন্তা-ভাবনা করা হবে।