Fri. Sep 19th, 2025
Advertisements

35খোলা বাজার২৪, শনিবার, ৯ এপ্রিল ২০১৬ : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রিভিউ শুনানি আপিল বিভাগের রবিবারের কার্যতালিকায় রয়েছে।
এর আগে গত রবিবারে রিভিউ আবেদনটি কার্যতালিকায় থাকলেও নিজামীর আইনজীবী এসএম শাহজাহানের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে আবেদনের ওপর শুনানি হয়নি। তবে ছয় সপ্তাহ সময় চাইলেও সেদিন আদালত শুনানি এক সপ্তাহ পিছিয়ে দেন।
রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চের কার্যতালিকায় ১৯ নম্বরে রাখা হয়েছে আবেদনটি। বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
আপিল বিভাগে বহাল থাকা মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে গত ২৯ মার্চ রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করেন নিজামী। পরে রিভিউ দ্রুত শুনানির জন্য রাষ্ট্রপক্ষ ৩০ মার্চ চেম্বার বিচারপতি কাছে আবেদন করে। চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার বিষয়টি ৩ এপ্রিল আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। সেদিন আদালত নিজামীর আবেদনের ভিত্তিতে এক সপ্তাহ সময় দেন।