Tue. Sep 16th, 2025
Advertisements

49খোলা বাজার২৪, শনিবার, ৯ এপ্রিল ২০১৬ : দেশের পুঁজিবাজার টানা পতন থেকে গত সপ্তাহে কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছে। সপ্তাহ শেষে সূচক ও আর্থিক লেনদেন দুটোই বেড়েছে। গত কয়েক সপ্তাহের টানা দরপতনের পর ইতিবাচক প্রবণতার মধ্যে লেনদেন শেষ হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
গত সপ্তাহে ৫ কার্যদিবসের মধ্যে ৪ কার্যদিবসেই সূচক বেড়েছে। এরফলে ডিএসই সূচক ফের ৪ হাজার ৪০০ পয়েন্টের উপরে উঠে এসেছে। সপ্তাহের শুরুতে ডিএসইর প্রধান সূচক ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ছিল ৪ হাজার ৩৫৭পয়েন্টে। সপ্তাহ শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৪৩ পয়েন্টে। এ হিসাবে সপ্তাহের ব্যবধানে সূচক বেড়েছে ৮৫ দশমিক ৫৩ পয়েন্ট। সূচক বৃদ্ধির এ হার ১ দশমিক ৯৬ শতাংশ। আগের সপ্তাহে সূচক কমেছিল ১২ দশমিক ৯৬ শতাংশ।
গত সপ্তাহে শেয়ারবাজারে ডরিন পাওয়ারের লেনদেন শুরু হয়েছে। ৬ এপ্রিল লেনদেন শুরু হওয়া এ কোম্পানির লেনদেন শুরুর প্রথম দিনেই ১৮৮ শতাংশ দর বেড়েছে এ কোম্পানির। ২৯ টাকা বরাদ্দ মূল্যে আইপিওতে অনুমোদন পাওয়া কোম্পানিটির শেয়ারের দর প্রথম দিনের লেনদেন শেষে ৮৩.৭ টাকায় দাঁড়ায়। অবশ্য লেনদেনের দ্বিতীয় দিনে ৭৮.৫ টাকায় নেমে আসে দর। গত সপ্তাহে মাত্র দুই দিন লেনদেন হলেও সপ্তাহের লেনদেনের শীর্ষস্থানে রয়েছে এ কোম্পানি। গত সপ্তাহজুড়ে মোট ৩২৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ১৭৩টির, কমেছে ১২৯টির ও অপরিবর্তিত ছিল ২৫টির দর।
এদিকে সূচক বৃদ্ধির পাশাপাশি লেনদেনও বেড়েছে। গত সপ্তাহে ডিএসইতে আর্থিক লেনদেন হয়েছে ২ হাজার ৪৩ কোটি ৩২ লাখ টাকা।
গড় হিসাবে লেনদেন হয়েছে ৪০৮ কোটি ৬৬ লাখ টাকা। আগের সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৬৭৭ কোটি ৪৪ লাখ টাকা। গড় হিসাবে লেনদেন হয়েছিল ৩৩৫ কোটি ৪৮ লাখ টাকা। এ হিসাবে আগের সপ্তাহের তুলনায় লেনদেন বেড়েছে ২১.৮১ শতাংশ। এদিকে গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধনের পরিমাণও বেড়েছে। সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধনের পরিমাণ ছিল ৩ লাখ ৩ হাজার ৬৪১ কোটি টাকা। সপ্তাহ শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৯ হাজার ৩৪৬ কোটি টাকায়। এ হিসাবে সপ্তাহের ব্যবধানে মূলধন বেড়েছে ১.৮৮ শতাংশ।সপ্তাহ ব্যবধানে ডিএসইর লেনদেন বেড়েছে ২১ দশমিক ৮১ শতাংশ