Thu. Sep 18th, 2025
Advertisements

51খোলা বাজার২৪, শনিবার, ৯ এপ্রিল ২০১৬ : কক্সবাজারের স্থানীয় কিশোর জাহিদ উকুলেলে বাদ্যযন্ত্রের তালে মধু কই কই বিষ খায়াইলা শিরোনামে একটি ফোক গান গাইছে। এটি গত মাসের ঘটনা এবং সারা বাংলাদেশের মানুষ এটিকে নিয়ে মাতে। ফেসবুকে এই ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে এবং কিছু কিছু সংবাদমাধ্যম এটি নিয়ে ফিচার তৈরি করে। এটা একটি স্মরণীয় ঘটনা যেভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ৯ বছরের ওই বালকের জীবনে দারুণ পরিবর্তন এনেছে। এটি বিভিন্ন ফেসবুক পেইজে শেয়ার করা হয় এবং সাধারণ মানুষও এটিকে ব্যাপক আকারে শেয়ার করে।
ভিডিওতে দেখা যায়, কক্সবাজারের একটি ছোট্ট বালক একটি স্থানীয় গান গাইছে এবং তাকে সঙ্গ দিচ্ছেন এক পর্যটক। ঘটনাটির এখানেই শেষ নয়। ভিডিওটির দারুণ জনপ্রিয়তা পেলে ইমরান হুসেন, ভিডিওর ওই পর্যটক ও বাদক যিনি কিনা ভিডিওটি পোস্ট করেছিলেন, তিনি ছুটে যান ওই খুদে প্রতিভাকে খুঁজে বের করতে। তিনি বিস্মিত হয়ে যান যখন দেখেন ওই এলাকাটিতে জাহিদ নতুন পরিচয় পেয়েছে এবং অনেকেই তাকে (ইমরানকে) জাহিদের ইমরান বলে সম্বোধন করছে।
উপকূলীয় রাস্তা ধরে হাঁটার সময় কে যেন ইমরানকে পেছন থেকে জড়িয়ে ধরে, সে আর কেউ নয় জাহিদ। সে ইমরানকে জানালো ভিডিওটি ভাইরাল হয়ে যাওয়ার পর কিভাবে তার জীবনে নাটকীয় পরিবর্তন এসেছে। ভিডিও ভাইরালের পরপরই কক্সবাজারের একটি নামকরা হোটেল সায়মান রিসোর্টের বাউল সন্ধ্যায় জাহিদকে ভাড়া করে নেওয়া হয়। হোটেলের কর্তৃপক্ষ তাকে একটি স্কুলে ভর্তি করে দেয় এবং তাকে নতুন আরও গান শেখার জন্য উদ্যোগ গ্রহণ করে। তবলা ও বাঁশির সঙ্গে জাহিদের এখনকার পরিবেশনা সবার জন্যই উন্মুক্ত।