Sat. Mar 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, রবিবার, ১০ এপ্রিল ২০১৬: টানা ৩৬ ঘণ্টা ধরে প্রোগ্রাম লিখেছেন, তারপর 18তৈরি করেছেন মোবাইল ফোনের অ্যাপ। এসব অ্যাপে একেকটি সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই ছিল জাতীয় হ্যাকাথন ২০১৬-এর প্রতিযোগিতা। রাজধানীর মিরপুরের পুলিশ স্টাফ কলেজ কনভেনশন হলে ৬ ও ৭ এপ্রিল অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশ নেন ৩৭০ দলের প্রায় দুই হাজার প্রতিযোগী।
শেষ দিন হ্যাকাথনের ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণ করা হয়। সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের আয়োজনে টানা ৩৬ ঘণ্টার এই প্রোগ্রামিং প্রতিযোগিতায় ১০টি বিভাগে ১০ দলকে সেরা ঘোষণা করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ।
কৃষি উৎপাদন বিভাগে সেরা হয়েছে নাল পয়েন্টার দল। পুরস্কারপ্রাপ্ত অন্য দলগুলো হলো নবজাতক ও শিশু বিভাগে অ্যাপসৌল, সড়ক দুর্ঘটনা বিভাগে টিম ফেলোশিপ, শিক্ষায় মানসম্মত শিক্ষক বিভাগে বুয়েট এক্সন, নারীর বিরুদ্ধে সহিংসতা বিভাগে কোড ব্রেকার, জ্বালানি সক্ষমতা বিভাগে টেকনো লাইফ, শহরের পরিবেশ বিভাগে গ্রাফিক পিপল, টেকসই পর্যটন বিভাগে ড্রয়িড ডিগার, সামুদ্রিক সম্পদ বিভাগে কোড ব্রেকার্স এবং দুর্নীতি বিভাগে হেক্সাগন দল। প্রতিটি দলেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন।
পুরস্কার হিসেবে আইসিটি বিভাগের পক্ষ থেকে প্রথম ও দ্বিতীয় রানারআপসহ সব বিজয়ীকে ১০ লাখ টাকা দেওয়া হয়। হ্যাকাথনের সহযোগী মোবাইল ফোন সংযোগদাতা বাংলালিংক চ্যাম্পিয়ন দলগুলোকে ৫০ হাজার টাকা করে দিয়েছে। প্রথম রানারআপ দলগুলোকে ট্যাবলেট কম্পিউটার দেয় বাংলালিংক। বিজয়ী দলগুলোকে ৮০ হাজার মার্কিন ডলার মূল্যমানের ফেসবুক স্টার্ট সুবিধা দেবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। পাঁচ মাসের ইন্টারনেট সংযোগ সুবিধাসহ ১০ চ্যাম্পিয়ন দলকে মডেম দিয়েছে ওয়াইম্যাক্স সেবাদাতা প্রতিষ্ঠান কিউবি। এ ছাড়া সেরা উদ্ভাবনগুলো বাস্তবায়নের জন্য আইসিটি বিভাগ ভবিষ্যতে সরাসরি পৃষ্ঠপোষকতা করবে বলেও অনুষ্ঠানে জানানো হয়।
গত ২০ ফেব্র“য়ারি শুরু হয়ে ২১ মার্চ পর্যন্ত চলে প্রকল্পের নিবন্ধন। এরপর প্রাথমিক আবেদনের ভিত্তিতে নির্বাচিত ৩৭০টি দলকে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। ৩৬ ঘণ্টার প্রতিযোগিতা শেষে দলগুলো বিচারকদের সামনে তাদের প্রকল্পের প্রোটোটাইপ বা নমুনা অ্যাপ উপস্থাপন করে বিচারকদের সামনে। সেখানে ১০টি বিভাগে ১০টি দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।