Fri. Sep 19th, 2025
Advertisements

2খোলা বাজার২৪,সোমবার, ১১ এপ্রিল ২০১৬: গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হলে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি আন্দোলন করবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাজধানীর ঝিগাতলা মসজিদ রোডে সাবেক ফুটবলার অসুস্থ আইনুল হককে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, দুর্নীতি জায়েজ করতে ও জনগণের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়াচ্ছে। আবারও গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করবে বিএনপি। তিনি বলেন, গণতন্ত্রের চেতনা ধারণ করে এ দেশের মানুষ মক্তিযুদ্ধ করেছিল। সেই গণতন্ত্রের চেতনা আজ হারিয়ে গেছে। দেশ পুরাপুরি অগণতান্ত্রিক সরকারর নিয়ন্ত্রনে চলে গেছে । দেশে নির্বাচিত সরকার নেই। এটা বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য।
বিএনপির এই নেতা বলেন, আমাদের দলের অসংখ্য নেতাকর্মী নিহত , আহত হয়েছে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। চেয়ারপারসনের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। গত কয়েক বছর যাবত প্রতিকূল পরিস্থিতিতেই রাজনীতি করতে হচ্ছে বিএনপিকে। দলটির নবনির্বাচিত মহাসচিব বলেন, এমন প্রেক্ষাপটে দলের কাউন্সিল নেতাকর্মীদের উজ্জবিত করেছে। কাউন্সিলের মাধ্যমে দল সংগঠিত হচ্ছে। আমরা অত্যন্ত আশাবাদি এই দলকে সুসংগঠিত করে গণতন্ত্রের জন্য সংগ্রাম সেটিকে সামনের দিকে এগিয়ে নিতে পারবো। এর মাধ্যমেই আন্দোলনের সফলতা আসবে।