Fri. Sep 19th, 2025
Advertisements

9খোলা বাজার২৪,সোমবার, ১১ এপ্রিল ২০১৬: রিয়েল লাইফে রণবীরের ‘রাধা’ দীপিকা যে কথা আমরা সবাই জানি। কিন্তু ‘সিনে লক্ষ্মণ’ রণবীরের ‘রাধা’ হতে চলেছেন দক্ষিণী অভিনেত্রী তামান্না। রোহিতে আগামী ছবিতে রোম্যান্স করতে দেখা যাবে এই জুটিকে।
বলিউডে একের পর এক নস্ট্যালজিয়ার ঝড় তুলছেন পরিচালক রোহিত। শাহরুখ-কাজল জুটি ফিরিয়ে আনার পর এবার পরিচালক সুভাষ ঘাইয়ের ছবি ‘রাম লক্ষ্মণ’ রিমেক। আটের দশকের সুপারডুপার হিট ছবি ‘রাম লক্ষ্মণ’ রোহিতের হাত ধরে পর্দায় ফিরছে নবরূপে। যেখানে রাম লক্ষ্মণের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিষেক বচ্চন ও রণবীর সিংকে।
তবে ‘রাম লক্ষ্মণ’ ছবিতে রণবীর-তামান্না রসায়ন দেখা যাবে কিনা সেই সম্পর্কে অফিসিয়ালি এখনই কিছু জানানি পরিচালক। রোহিতের কথায়, “ আমার পরবর্তী ছবিতে রণবীর-তামান্না জুটি দেখা যাবে। কিন্তু সেটা লক্ষ্মণ-রাধা কিনা, তার উত্তর সময় দেবে”।