Fri. Sep 19th, 2025
Advertisements

20খোলা বাজার২৪,সোমবার, ১১ এপ্রিল ২০১৬: ফেনীর আওয়ামী লীগ নেতা একরামুল হক হত্যা মামলায় বিএনপি নেতা মাহতাব উদ্দিন মিনার চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন বাতিল করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। গত ২৪ মার্চ হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন আপিল বিভাগ।
একইসঙ্গে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন থাকা মিনার চৌধুরীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে স্থানান্তর করতে বলা হয়। পাশাপাশি তার স্বাস্থ্যের অবস্থা নির্ণয় করতে মেডিকেল বোর্ড গঠন করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বিএসএমএমইউ’র ভিসিকে নির্দেশ দেওয়া হয়। আদালতে আসামির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল হক ও অ্যাডভোকেট আব্দুর রেজাক খান। গত ১৬ মার্চ হাইকোর্টের একটি বেঞ্চ মিনার চৌধুরীকে ৬ সপ্তাহের জামিন দেন।
এ জামিনাদেশ স্থগিতে আপিলে যান রাষ্ট্রপক্ষ। ২৪ মার্চ মিনার চৌধুরীর জামিন দুই সপ্তাহের জন্য স্থগিত করে তার স্বাস্থ্য প্রতিবেদন তলব করেন আপিল বিভাগ।‍ ২০১৪ সালের ২০ মে ফেনী থেকে ফুলগাজী যাওয়ার পথে শহরের একাডেমি এলাকায় সন্ত্রাসীরা চেয়ারম্যান একরামের গাড়ির গতিরোধ করে তাকে কুপিয়ে, গুলি করে ও পুড়িয়ে হত্যা করে।