Fri. Sep 19th, 2025
Advertisements

24খোলা বাজার২৪,সোমবার, ১১ এপ্রিল ২০১৬: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘আওয়ামী লীগের কাউন্সিল নেতা তৈরি করে। আওয়ামী লীগের সম্মেলন মানেই হলো একটা ইতিহাস। এই সম্মেলন থেকেই সিদ্ধান্ত হয়েছিল বাংলাদেশ স্বাধীন হবে এবং স্বাধীন হয়েছে। ভাষা আন্দোলনেরও সিদ্ধান্ত হয়েছিল সম্মেলন থেকেই।’
আজ সোমবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলটির জাতীয় সম্মেলনের আনুষ্ঠানিক প্রস্তুতিবিষয়ক এক সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দলের জাতীয় সম্মেলনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়েছে। লাগাতার বৈঠক চলতে থাকবে। সম্মেলন সম্পর্কে তিনি বলেন, এবারের সম্মেলন হবে উৎসবমুখর এবং এবারও সম্মেলন থেকে অনেক ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হবে।
সম্মেলনে কাউন্সিলররা যদি চান আপনি সাধারণ সম্পাদক হবেন? এমন প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘অপেক্ষা করেন। সম্মেলনে সব জানতে পারবেন।’
এরপর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সম্মেলন সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য প্রস্তুতি কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। কমিটির চেয়ারম্যান হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর সদস্যসচিব সৈয়দ আশরাফুল ইসলাম। এতে কেন্দ্রীয় কমিটির সব নেতাই আছেন। এর বাইরে আরও ১০টি উপকমিটি করা হয়েছে। সেগুলোতে থাকা নেতাদের নামও ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দিপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রাজ্জাক, আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, ফরিদুর নাহার লাইলী প্রমুখ।