Mon. Sep 22nd, 2025
Advertisements

33খোলা বাজার২৪,সোমবার, ১১ এপ্রিল ২০১৬: সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞাকে সমর্থন করে গ্র্যান্ড মুফতি আবদুল আজিজ আল-শেখ বলেছেন, নারীদের গাড়ি চালানো বিপদজ্জনক ব্যাপার। কারণ গাড়ি চালালে তারা শয়তানের খপ্পরে পড়ে। এছাড়া, দুর্বল চিত্তের মানুষরা নারী গাড়ি চালকদের অনিষ্ট করতে পারে।
একটি বেসরকারি টিভি চ্যানেলে টকশোতে গ্র্যান্ড মুফতি বলেছেন, সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হলে, তারা কোথায় যাতায়াত করবেন সে খোঁজখবর পরিবারের সদস্যরা আর রাখতে পারবেন না। তার এই মন্তব্যে এরই মধ্যে সমালোচনার ঝড় উঠেছে।
প্রসঙ্গত, বিশ্বে সৌদি আরবই একমাত্র দেশ যেখানে নারীরা গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। ওয়াহাবি ফতোয়ার ভিত্তিতে দেশটিতে এই আইন কার্যকর করা হয়েছে। এমনকি, সৌদি আরবে কোনো নারী গাড়ি চালানোর দুঃসাহস দেখালে তাকে গ্রেফতার করা পর্যন্ত করা হয়। এমনকি এই অপরাধে তাকে বেত্রাঘাতও করা হতে পারে।