Sun. Sep 21st, 2025
Advertisements

35খোলা বাজার২৪,সোমবার, ১১ এপ্রিল ২০১৬: ভারতের কেরালা রাজ্যের কোল্লাম শহরের মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। ওই অগ্নিকাণ্ডে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। গুরুতর আহত হয়েছে আরও প্রায় ৪শদ মানুষ। অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু করার পরপরই ওই পাঁচজনকে আটক করে পুলিশ। খবর বিবিসির।
প্রায় দশ থেকে পনেরো হাজার মানুষ ওই মন্দিরে আতসবাজি প্রদর্শনীতে উপস্থিত ছিল। ভোররাতের দিকে আচমকাই একটি বাজির স্ফুলিঙ্গ জড়ো করে রাখা আতসবাজির স্তূপে পড়লে নিমেষেই সেখানে দাউ দাউ করে জ্বলে ওঠে ভয়াবহ আগুন। প্রচণ্ড বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা।
তবে প্রশাসনের অনুমতি ছাড়াই ওই আতশবাজি প্রদর্শনী হচ্ছিল। এ ব্যাপারে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আটক ব্যক্তিরা মন্দিরেই কাজ করতেন।
ওই ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। তবে মন্দির এবং ওই আতশবাজি অনুষ্ঠানের দায়িত্বে যারা ছিলেন তাদের খুঁজছে পুলিশ।