Sat. Sep 20th, 2025
Advertisements

29খোলা বাজার২৪, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০১৬: প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটনের সৌজন্যে রয়্যাল ডিনারে গত রবিবার মুম্বইতে আমন্ত্রিত ছিলেন বলিউডি তারকারা। সেখানেই আমন্ত্রণ পেয়েছিলেন তিনি। কিন্তু তা সযতেœ এড়িয়ে গেলেন কঙ্গনা রনাওয়াত।
কেন জানেন?
আসলে সে দিন এক রাজার সম্মানে আয়োজিত ডিনারে নিমন্ত্রণে না গিয়ে অন্য এক রাজার নিমন্ত্রণে গিয়েছিলেন নায়িকা।
ঘটনাটি ঠিক কী?
অনেক দিন ধরেই ছোটে নবাব সইফ আলি খান এবং করিনা কপূর খান ডিনারে নিমন্ত্রণ করেছিলেন কঙ্গনাকে। কিন্তু যাওয়া হয়ে উঠছিল না। কখনও ব্যস্ততায় সময় দিতে পারছিলেন না কঙ্গনা, আবার কখনও বা নবাব দম্পতির ব্যস্ততা রয়্যাল ডিনারে বাধা হয়ে দাঁড়িয়েছিল। অনেক দিন আগে থেকেই ১০ এপ্রিল তাঁরা একসঙ্গে ডিনার করবেন বলে ঠিক করেছিলেন।
এর পর আসে কেট-উইলিয়ামের সম্মানে আয়োজিত ডিনারের নিমন্ত্রণ। কিন্তু সইফ-করিনাকে প্রমিস করে ফেলেছিলেন। তাই রয়্যাল ডিনারের আমন্ত্রণে না গিয়ে বন্ধুদের সঙ্গে পার্টি করেছেন বলি ইন্ডাস্ট্রির ‘কুইন’।