Sat. Sep 20th, 2025
Advertisements

32খোলা বাজার২৪, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০১৬: বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রিকেট সিরিজ শেষ পর্যন্ত হচ্ছে না। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার জন্য প্রস্তাব দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)। কিন্তু সিরিজ আয়োজনের বিষয়ে দু’পক্ষের প্রস্তাবিত সময় মিলছে না বলে সিরিজটি আর মাঠে গড়াচ্ছে না এ বছর।
মঙ্গলবার এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস।
সাংবাদিকদের উদ্দেশ্যে জালাল ইউনুস বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ যে প্রস্তাব দিয়েছিল তাতে করে নভেম্বরে সিরিজটি খেলতে চেয়েছিল তারা। কিন্তু ওই সময় যেহেতু বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) অনুষ্ঠিত হবে তাই ওই সময়ে এই সিরিজ আয়োজন করা সম্ভব নয়।
অন্যদিকে, এপ্রিল-মে মাসেও তাদের বাংলাদেশ সফরে আসা সম্ভবপর হবে না। তাই আপাতত সিরিজ খেলতে চাচ্ছি না আমরা; অর্থ্যাৎ সিরিজটি হচ্ছে না।’
প্রসঙ্গত কিছুদিন আগে বিসিবিকে টেস্ট সিরিজ খেলার প্রস্তাব দেওয়া হয়েছিল ডব্লিউআইসিবির পক্ষ থেকে। প্রস্তাব পাওয়ার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলে যে এই বিষয়ে বোর্ড মিটিংয়ে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। মঙ্গলবার জালাল ইউনুসের কথায় এই বিষয়ে বিসিবির অবস্থান স্পষ্ট হয়ে গেল।
সঙ্গে এটাও স্পষ্ট হয়ে গেছে, আগামী আগস্টের আগে আন্তর্জাতিক কোনো ম্যাচে আর মাঠে নামা হচ্ছে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। আগস্টের শেষ দিকে একটি মাত্র টেস্ট খেলার জন্য ভারত সফরে যাওয়ার কথা জাতীয় দলের।