Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

39খোলা বাজার২৪, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০১৬: ৩এ চালু হওয়ার পর থেকেই বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারের প্রসার অনেকটাই বেড়ে যায়। ২০১৪-র শেষ নাগাদ ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৩ কোটি ৫০ লাখ থেকে বেড়ে দাড়ায় প্রায় ৪ কোটি ৪০ লাখ। শুধু ২০১৫ সালেই এতে যোগ দেন আরো প্রায় ১ কোটি ব্যবহারকারী।
বর্তমানে বাংলাদেশের ৫ কোটি ৪০ লাখ ইন্টারনেট ব্যবহারকারীর প্রায় ৯৬%-ই মোবাইল মাধ্যম থেকে ব্যবহার করেন যাদের মধ্যে প্রায় ১ কোটি স্মার্টফোন ব্যবহারকারী। বাংলাদেশে প্রথম অনলাইন বিজ্ঞাপন নেটওয়ার্ক এ্জ এর নেটওয়ার্কে ৪৫০০ এরও বেশি ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ রয়েছে। এই শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে যেকোন বিজ্ঞাপনদাতা খুব সহজেই প্রতিদিন প্রায় ২ কোটি বাংলাদেশী ইন্টারনেট ব্যবহারকারীর কাছে পৌঁছে যেতে পারেন। সম্প্রতি এ্জ তাদের মোবাইল বিজ্ঞাপন নেটওয়ার্ককে আরও শক্তিশালী করেছে।
ফলে, বিজ্ঞাপনদাতা বা বিজ্ঞাপন এজেন্সিদের জন্য অনলাইনে সঠিক ব্যবহারকারীর কাছে সঠিক বিজ্ঞাপন পৌঁছে দেয়া আরো সহজ হয়ে গেছে। এ্জ-এর মোবাইল বিজ্ঞাপন ব্যবহার করে খুব সহজেই নতুন ক্রেতাদের কাছে পৌঁছে যাওয়া যায়, যেমন- ক্লিক টু কল : মোবাইলে বিজ্ঞাপনে ক্লিক করার মাধ্যমে ব্যবহারকারী কোনো ঝামেলা ছাড়াই সরাসরি নির্ধারিত নম্বরে কল করতে পারবে। ক্লিক টু এস.এম.এস : শুধুমাত্র বিজ্ঞাপনে ক্লিক করার মাধ্যমে ব্যবহারকারী কোনো নির্ধারিত নম্বরে এস.এম.এস. বা টঝঝউ নম্বরে ডায়াল করতে সমর্থ হবে। ক্লিক টু ইমেইল : এক্ষেত্রে ব্যবহারকারী কোনো নির্ধারিত ইমেইল ঠিকানায় মেইল পাঠাতে পারবে কেবল মাত্র মোবাইল বিজ্ঞাপনে একটি ক্লিক করার মাধ্যমেই। মোবাইলে বিজ্ঞাপনের ধরণ গতানুগতিক ব্যানার বিজ্ঞাপনের পাশাপাশি মোবাইল অ্যাপের জন্য আছে নেটিভ বিজ্ঞাপন।
নেটিভ বিজ্ঞাপনগুলো মোবাইল অ্যাপের অন্য সব বিষয়বস্তুর সাথে মিশে থাকে। এছাড়াও মোবাইল অ্যাপের দুইটি স্ক্রিনের মাঝে পূর্ণ স্ক্রিন জুড়ে আসে ইন্টারস্টিশিয়াল বিজ্ঞাপন। তাছাড়া ব্যবহারকারীদের বিশেষ দৃষ্টি আকর্ষণের জন্য মোবাইল উপযোগী ওয়েবসাইটে থাকছে স্টিকি বিজ্ঞাপন ব্যবস্থা। যা কিনা পাবলিশারের ওয়েবসাইটের নিচে বা উপরে সবসময় স্থির হয়ে থাকবে। তাছাড়াও অঢ়ঢ় ওহংঃধষষ ঞৎধপশবৎ (ঝউক) ব্যবহার করে মোবাইল অ্যাপের ডাউনলোড সংখ্যা বাড়ানো এবং তা পর্যবেক্ষণ করা সম্ভব। বর্তমানে বাংলাদেশে যে হারে ইন্টারনেট ব্যবহারকারী বাড়ছে, কমদামী স্মার্টফোন যতটা সহজলভ্য হচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইকমার্সের যে হারে প্রসার হচ্ছে, তাতেই বোঝা যাচ্ছে যে ভোক্তাদের মাঝে প্রতিনিয়ত মোবাইল নির্ভরতা বেড়েই চলেছে। সুতরাং আগামীর এই ভোক্তাদের কাছে পৌঁছাতে বিজ্ঞাপনদাতাদের অবশ্যই মোবাইলকে অগ্রাধিকার দিয়েই চিন্তা করা উচিত।