Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

40 মঙ্গলবার, ১২ এপ্রিল ২০১৬: ডিজিটাল ইকোনমি যতো এগিয়ে যাচ্ছে সাইবার সিকিউরিটির হুমকি ততোই বাড়ছে জানিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সাইবার ওয়ার্ল্ডে বিজয়ী হতে হবে। আজ মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে সাইবার সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক সিকিউরিটির ওপর এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী একথা বলেন।
সাইবার নিরাপত্তার এজেন্ডা আন্তর্জাতিক ইস্যু উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এটাকে প্রতিরোধ করতে হলে আন্তর্জাতিক সমন্বয় প্রয়োজন। আমাদের সাইবার অ্যাক্টিভিটিজ বাড়ছে, এজন্য আক্রমণও বাড়ছে। সেজন্য সক্ষমতা তৈরির জন্য প্রশিক্ষণ প্রয়োজন। সাইবার ঝুঁকিকে ভয় করলে হবে না, সাইবার ওয়ার্ল্ডে বিজয়ী হতে হবে। আমরা বিজয়ী জাতি, সরকারি-বেসরকারি সবাইকে নিয়ে প্রতিরোধ মোকাবেলা করতে হবে।
মোবাইল অপারেটরসহ মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোও সাইবার ঝুঁকির মধ্যে রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। সাইবার আক্রমণ মোকাবেলায় বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এটা মোকাবেলার জন্য আইন দরকার, আমরা নীতিমালা করেছি। ডিজিটাল বাংলাদেশে সাইবার ঝুঁকি মোকাবেলা এভাবে সক্ষমতা আস্তে আস্তে বাড়ছে বলে জানান প্রতিমন্ত্রী। নিজ উদ্যোগে নিরাপত্তা নিয়ে প্রশিক্ষণের জন্য আইএসপিএসিকে ধন্যবাদ জানান পলক।