Thu. Sep 18th, 2025
Advertisements

48খোলা বাজার২৪, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০১৬: বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার (জাসাস) বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বাংলা নববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ লক্ষ্যে জাসাসের পক্ষ থেকে অনুমতি চেয়ে ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) চিঠিও দেয়া হয়েছে। জাসাস সভাপতি এম এ মালেক মঙ্গলবার (১২ এপ্রিল) বিকেলে বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রতি বছরের ন্যায় এবারো নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাসাসের উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ ব্যাপারে অনুমতি চেয়ে আমরা ইতোমধ্যে পুলিশকে (ডিএমপি) চিঠি দিয়েছি। আশা করছি, আজকালের মধ্যেই অনুমতি পেয়ে যাব। মালেক আরো জানান, জাসাসের বর্ষবরণের অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুর ২টা থেকে শুরু হবে। ম্যাডাম (খালেদা জিয়া) বিকেল ৩টার মধ্যে নয়াপল্টনে বর্ষবরণ অনুষ্ঠানে এসে পৌঁছুবেন। বর্ষবরণ অনুষ্ঠান থেকে তিনি (খালেদা) দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাবেন।