খোলা বাজার২৪, বুধবার, ১৩ এপ্রিল ২০১৬: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের প্রভোস্ট অধ্যাপক ড. আমিনুল ইসলামকে প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ করে তার প্রাইভেট কার ভাঙচুর করেছে হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
হলের সিট নিয়ে বিরোধের জের ধরে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে অবরুদ্ধ করে। প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ থাকার পর রাত সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ছাত্রলীগ নেতাদের দাবি-দাওয়া পূরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা।
জানা যায়, মঙ্গলবার নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে হল প্রভোস্টের নেতৃত্বে হলের আবাসিক শিক্ষকরা হলের বিভিন্ন কক্ষ তল্লাশি করেন। এ সময় হলের রফিক ভবনের ৫০১ কক্ষের দুই জন ছাত্রকে হলের সালাম ভবনের ৪০৩ নম্বর রুমে স্থানান্তর করতে চান আবাসিক শিক্ষকরা।
এতে ছাত্রলীগের এক নেতা বাধা দিলে তার বেডশিট প্রশাসনিক রুমে নিয়ে আসেন শিক্ষকরা। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা হলের প্রভোস্টের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে। ওই সময় প্রভোস্টের ঢাকা মেট্রো গ ১২-৩৮০০ ব্যক্তিগত গাড়ি ও হলের প্রশাসনিক রুমে ব্যাপক ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা।
পদত্যাগের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে তারা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং শাখা ছাত্রলীগের নেতারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ বলেন, ছাত্রদের দাবি নিয়ে কথা বলার আশ্বাস দিলে
তারা আন্দোলন প্রত্যাহার করে।
উল্লেখ্য, হল প্রভোস্ট দীর্ঘদিন ধরে অবৈধ শিক্ষার্থীদের হল ছাড়তে নির্দেশ দিয়ে আসছিলেন। ফলে ঐ হলে ছাত্রলীগের কয়েকজন পদধারী নেতা থাকায় এ ঘটনায় তারাও ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে হলের ছাত্রলীগের নেতাকর্মী প্রভোস্টকে অবরুদ্ধ করে তার পদত্যাগ দাবি করে।