Sun. Sep 21st, 2025
Advertisements

17kখোলা বাজার২৪, বুধবার, ১৩ এপ্রিল ২০১৬: বিরাট-অনুষ্কার প্রেমে জটিলতা চলছিল বেশ কিছু দিন। দিন কয়েক আগে শোনা গেল, সব অভিমান কাটিয়ে এক সঙ্গে ডিনারে গিয়েছেন তাঁরা।কিন্তু সেই বিরাটকে বাদ দিয়েই আবার ফাওয়াদ খানকে বেছে নিলেন নায়িকা অনুষ্কা শর্মা। তাঁর জন্য নাকি ঘর ছাড়তেও রাজি।
অবাক হওয়ার মতোই খবর। কিন্তু এই ঘটনা রিয়েল লাইফের নয়, রিল লাইফের।
পরিচালক কর্ণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে থাকছে অনুষ্কা এবং ফাওয়াদের প্রেমের গল্প। একই ছবিতে পরিচালক ফ্রেমবন্দি করেছেন ঐশ্বর্যা রাই ব”চন এবং রণবীর কপূরের প্রেমও। ছবিতে দু’টি গল্পই একই সঙ্গে এগোবে।
জানা গিয়েছে, ধনী ব্যবসায়ীর একমাত্র মেয়ে অনুষ্কা রেডিও জকি ফাওয়াদের প্রেমে পড়বেন। চূড়ান্ত নাটকীয়তার মধ্যে দিয়ে পরিণতি পাবে তাঁদের প্রেম। আর সেখানেই নাকি ফাওয়াদের জন্য ঘর ছাড়বেন অনুষ্কা।