Sat. Sep 20th, 2025
Advertisements

44খোলা বাজার২৪, বুধবার, ১৩ এপ্রিল ২০১৬: গলাচিপার এক পতিতা পল্লীর সরদারনীর মেয়ে মৌসুমী হামিদ। কিন্তু ঘটনাচক্রে অনেক চরাই উতরাই পেরিয়ে একসময় মেয়র হন তিনি। তবে বাস্তবে নয়, নাটকে।
অবাক হবার বিষয় এটিই যে এমনি চমৎকার একটি নাটকে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। নাটকটিতে সুন্দরভাবে ফুটে উঠেছে কিভাবে একজন পতিতার মেয়ে হয়েও নিজেকে বদল করেছেন। নাটকের বিশেষ তত্ত্ব হল অনেক কিছুর মাঝ থেকেও নিজেকে পরিবর্তন বা বিবর্তন। আর তাই নাটকটির নাম দেওয়া হয়েছে ‘বিবর্তন’। নাটকটির কাহিনী ও পরিচালনায় ছিলেন উদয়িমান তরুণ পরিচালক মোহন আহমেদ। নাটকটি রচনা করেছেন সকাল আহমেদ রাজু। আর প্রয়োজনায় ছিলেন ‘এন টু’ ফ্যাশন হাউজ।
মূল কাহিনী :
গলাচিপা থানা পটুয়াখালী জেলার একটি মফস্বল শহর। এই শহরের নীতি নির্ধাক কামাল পাশা, যার নিয়ন্ত্রনে চলে এই শহর। এর মাঝেই গড়ে উঠেছে ছোট্ট একটি যৌন পল্লী। আর এই পল্লীর সরদারনী সায়রা বানু। মেয়ে লতিকাকে নিয়ে সায়রা বানুর বসবাস। সায়রা বানু লতিকাকে যৌন কাজে লিপ্ত করতো না তাকে পড়ালেখা করাতো।
কিন্তু হঠাৎ একদিন লতিকা কামাল পাশার নজরে পড়ে। ভাল লেগে যায় কামাল পাশার। এই ভাল লাগাই কাল হয়ে দাঁড়ায় লতিকার জীবনে। সায়রা বানু যৌন পল্লী রক্ষার্থে লতিকাকে তুলে দিতে বাধ্য হন কামাল পাশার হাতে। কামাল পাশা দেহরক্ষীতা হিসেবে লতিকাকে তার পটুয়াখালীর বাসায় রাখেন এবং স্কুলে ভর্তি করান।
কিছু দিন পর লতিকার সাথে পরিচয় হয় অপুর সাথে । আস্তে আস্তে করে গড়ে ওঠে অপুর সাথে লতিকার গভীর ভালোবাসা। লতিকা ভুলে যায় দেহরক্ষীতার জীবন এবং ভুলে যেতে চায় কামাল পাশা নামক তার জীবনের অভিশাপকে। একদিন হঠাৎ করে কামাল পাশা জানতে পারে লতিকা ও অপুর ভালোবাপার কথা এবং লতিকা ও অপুর ভালোবাসার ইতি ঘটে । অবশেষে কামাল পাশা অপুকে বাধ্য করে এলাকা ছাড়তে। লতিকা কিছুতেই মানতে পারে না তার ভালোবাসার পতন। কামাল পাশার গন্ডির মধ্যে থেকে পরিবর্তন করবে নিজেকে! কয়েক বছর পর লতিকা গলাচিপা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হয়। সব কিছুই হয় কামাল পাশার মাধ্যমে। আস্তে আস্তে এলাকায় জনপ্রিয় মুখ উঠে লতিকা। ধীরে ধীরে কামাল পাশার বিপরীতে যেতে থাকে লতিকা। হঠাৎ করে লতিকার জীবনে আবারও আগমন ঘটে অপুর। কিন্তু সেটা ক্ষনিকের জন্য। ভাগ্যের পরিহাসকে মেনে নিতে হয় দু’জনকে। এরপর কামাল পাশার বিপরীতে মেয়র নির্বাচন করে লতিকা। অবশেষে পতন হয় কামাল পাশার।
নাটকটিতে আরো অভিনয় করেছেন, শতাব্দী ওয়াদুদ, সেলি আহসান, আল-আমিন সবুজ, রিয়াল খান, জীবন আহমেদ, লামিয়া আক্তার, সাব্বিয়া প্রিয়া, এফ এইচ, সুজন, মেহেদী হাসান নিয়ন, সোহাগ সরকার, রাতুল তালুকদার, সাহরিয়ার কামরুল, শুভ, মিজানুর রহমান মিজান, রুবেল খলিফা, সঞ্জীব বিশ্বাস ও আদি।