Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

11খোলা বাজার২৪, শুক্রবার, ১৫ এপ্রিল ২০১৬: বিশ্বের সবচেয়ে পাতলা কম্পিউটার বাজারজাত করতে যাচ্ছে শীর্ষস্থানীয় পার্সোনাল কম্পিউটার (পিসি) নির্মাতা মার্কিন কোম্পানি হিউলেট প্যাকার্ড (এইচপি)। স্পেকটা নামে নতুন এ ল্যাপটপ উন্মোচনও করেছে কোম্পানিটি।
পাতলা এই ল্যাপটপের পুরুত্ব মাত্র ১০ দশমিক ৪ মিলিমিটার এবং ওজন আড়াই পাউন্ডেরও কম (১ কেজি ১০০ গ্রাম)।
এইচপি স্পেকটা ল্যাপটপটি অ্যাপলের ১৩ ইঞ্চি ডিসপ্লের ম্যাকবুক এয়ার থেকেও পাতলা ও উজ্জ্বল। ল্যাপটপটিতে সোনালি রঙের গ্যাজেটপ্রেমীদের জন্য ব্যবহার করা হয়েছে তামার আবরণ, যা ডিভাইসটির বাহ্যিকতায় ভিন্ন মাত্রা যোগ করেছে। এটি দেখতে অনেকটা অলঙ্কারের মতোই।
এইচপির নতুন এ ল্যাপটপে ইন্টেল কোর আই৭ প্রসেসর, ৮ গিগাবাইট র‌্যাম ও উচ্চক্ষমতার ব্যাটারি ব্যবহার করা হয়েছে; যা ৯ ঘণ্টা ৪৫ মিনিট পর্যন্ত নিরবচ্ছিন্ন পাওয়ার ব্যাকআপ দেবে। প্রয়োজনীয় আনুষঙ্গিক যন্ত্রাংশসহ ল্যাপটপটির জন্য গুনতে হতে পারে ১ হাজার ১৭০ থেকে ১ হাজার ২৫০ ডলার।