Mon. Sep 15th, 2025
Advertisements

9kখোলা বাজার২৪, শনিবার, ১৬ এপ্রিল ২০১৬: বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বাজার অর্থনীতি ও বিশ্বায়নের যুগে লোকজ সংস্কৃতি ক্রমশ হারিয়ে যাচ্ছে। এখন সময় এসেছে লোকজ সংস্কৃতিকে পুনরুদ্ধার করার। আজ শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগ আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন ও অ্যালমনাই পুনর্মিলনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পর্যটনমন্ত্রী আরো বলেন, বিদেশিরাও এখন বাংলাদেশের লোকজ সংস্কৃতি নিয়ে গবেষণা করছেন।
বাংলার লোকজ সংস্কৃতি নিয়ে শিক্ষার্থীদের গবেষণায় যুক্ত করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফজলে হোসেন বাদশা এমপি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর নিলুফার সুলতানা, উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ইয়াসমীন আরা লেখা, ফোকলোর বিভাগের সভাপতি প্রফেসর মোর্বারা সিদ্দিকা ও জাপানের মানবতাবাদী লেখক ও লালন গবেষক নাওমী ওয়াতানাবে।