Mon. Sep 15th, 2025
Advertisements

14kখোলা বাজার২৪, শনিবার, ১৬ এপ্রিল ২০১৬: ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রযুক্তিজ্ঞান সম্পন্ন আধুনিক জাতি গঠনে কাজ করে যাচ্ছে। আজ শুক্রবার ঈশ্বরদী গোকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন দোতলা ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার সারা দেশে অসংখ্য বেসরকারি বিদ্যালয়কে জাতীয়করণ করে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার মানকে উন্নীত করেছেন। ছাত্র-ছাত্রীদের মেধা ও শ্রমকে বিকশিত করার জন্য সরকার আধুনিক পরিবেশে বিদ্যালয়ের ভবনগুলো নির্মাণ করছে। এ সময় ভূমিমন্ত্রী বিদ্যালয়ের আঙ্গিনায় ফুলের বাগান করার জন্য স্কুল কর্তৃপক্ষকে পরামর্শ দেন।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার কানিজ ফাতেমা, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরীন পিয়া, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুন্নবী বিশ্বাস।