Sat. Sep 20th, 2025
Advertisements

23kখোলা বাজার২৪, শনিবার, ১৬ এপ্রিল ২০১৬: ‘বৈশাাখী টেলিভিশনের সাংবাদিক পরিচয়ে এসেছিল তারা। তারা ডিবি পরিচয় দেয়নি, তার বিরুদ্ধে কোন ওয়ারেন্টও ছিল না। ইন্টারভিউ দিতে যাচ্ছে বলে তিনি (শফিক রেহমান) ঘর থেকে বের হয়ে যান। পরে জানতে পারলাম গ্রেফতার করা হয়েছে। সব জায়গায় খবর গিয়েছে। এখন আলোচনা করে পদক্ষেপ নেব।
বর্ষীয়ান সাংবাদিক শফিক রেহমানের গ্রেফতারের সময়কার ঘটনার বর্ণনা এভাবেই দিচ্ছিলেন তার স্ত্রী তালেয়া রেহমান।
প্রসঙ্গত, শনিবার সকাল আটটার দিকে রাজধানীর ইস্কাটনস্থ বাসা থেকে ডিবি পুলিশ পরিচয়ে সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার করা হয়। এ ঘটনার পরই একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাতকারে এসব কথা বলেন তালেয়া রেহমান।