Sun. Sep 21st, 2025
Advertisements

30kখোলা বাজার২৪, শনিবার, ১৬ এপ্রিল ২০১৬: সিলেট নার্সিং কলেজের ঝুঁকিপূর্ণ ছাত্রীনিবাস থেকে অবশেষে ছাত্রীদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশনা প্রদান করেছে কর্তৃপক্ষ।

শনিবার সকালে এ নির্দেশনার পর হলত্যাগ করছেন ছাত্রীরা ।

গত বুধবারের ভূমিকম্পে সিলেট নার্সিং কলেজের ছাত্রীনিবাসে শতাধিক ফাটলের সৃষ্টি হয়। গতকাল শুক্রবার ঝুঁকিপূর্ণ ওই ভবন পরিদর্শনে যান সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা।

এরপর শনিবার সকালে ছাত্রীনিবাস ত্যাগ করতে ছাত্রীদের নির্দেশনা দেয় কলেজ কর্তৃপক্ষ।

সিলেট নার্সিং কলেজের অধ্যক্ষ শিল্পী চক্রবর্তী বলেন, চারতলা ছাত্রীনিবাসটি এখনো পরিত্যক্ত ঘোষণা করা হয়নি। বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করানোর পর পরিত্যক্ত করা হবে কিনা, সেই সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি বলেন, তবে ভবনে বেশ কিছু ফাটলের সৃষ্টি হওয়ায় ছাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এজন্য তাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।

তিনি জানান, ওই ছাত্রীনিবাসের ৩৭৪ জন ছাত্রীর মধ্যে ২৪০ জনের পরীক্ষা রয়েছে। এজন্য তারা স্টাফ কোয়ার্টার, নতুন ছাত্রী হল এবং কলেজের ক্লাসরুমে অবস্থান নিচ্ছে। বাকিরা বাড়িতে চলে যাচ্ছে।