Sun. Mar 16th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

24kখোলা বাজার২৪, সোমবার, ১৮ এপ্রিল ২০১৬:  ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষককে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই শিক্ষকের নাম মীর মোশাররফ হোসেন। তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক।
প্রাথমিকভাবে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি সরকার আলী আক্কাস।
তিনি জানান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্রীরা ওই শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন সময় পৃথক অভিযোগ করেন। পরে এ বিষয়ে পাঁচ সদস্যের তদন্ত কমিটির গঠন করা হয়।
গত ১২ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে শিক্ষক মোশাররফকে দোষী সাব্যস্ত করা হয়।