Mon. Sep 15th, 2025
Advertisements

38খোলা বাজার২৪, সোমবার, ১৮ এপ্রিল ২০১৬: গতকাল ১৭ এপ্রিল ছিল চিত্রনায়ক অনন্ত জলিলের জন্মদিন। তবে এ দিন তিনি ছিলেন দেশ থেকে অনেক দূরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বিখ্যাত মায়ামী সমুদ্র সৈকতে। সেখানেই স্ত্রী বর্ষা ও পুত্র আরিজকে নিয়ে কেক কেটে শুভদিনটি উদযাপন করেন অনন্ত।
অনন্ত জলিলের জন্মদিন মানেই অনাড়ম্বর এবং অনানুষ্ঠানিক। তাই গেল বছর নিজের জন্মদিনটি উদযাপন করেছিলেন মিরপুরে নিজের প্রতিষ্ঠিত দুটি এতিমখানার শিশুদের সঙ্গে। আর এবার দেশ থেকে হাজার মাইল দূরে, যুক্তরাষ্ট্রের মায়ামী সমুদ্র সৈকতে। সঙ্গে ছিলেন শুধুমাত্র স্ত্রী বর্ষা ও পুত্র আরিজ। বিশাল আকারের কেক কেটে জন্মদিনটি উদযাপন করেন অনন্ত জলিল।
উল্লেখ্য, চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের জন্ম মুন্সিগঞ্জ জেলায়। বড় হয়েছে বাবার কাছে, পাঁচ বছর বয়সে তিনি মাতৃহারা হন। চল”িচত্রের বাইরে অনন্ত জলিল একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি মূলত এজেআই গ্র“পের কর্ণধার। গামের্ন্টস সম্পর্কিত ব্যবসায়ের পাশাপাশি চল”িচত্র নির্মাণও করে প্রতিষ্ঠানটি। দাতব্য প্রতিষ্ঠানগুলোও এর মাধ্যমে পরিচালিত হয়।