Wed. Sep 17th, 2025
Advertisements

20kখোলা বাজার২৪, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০১৬: বিএনপি নেতা ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানকে আবারও সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ থেকে আজ মঙ্গলবার বিএনপি সমর্থক এ মেয়রকে বরখাস্ত করে আদেশ জারি করা হয়েছে।

উপসচিব সরোজ কুমার নাথ স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, এম এ মান্নানের বিরুদ্ধে জয়দেবপুর থানায় একটি ফৌজদারি মামলায় গত ২ সেপ্টেম্বর গাজীপুরের আদালত অভিযোগপত্র গ্রহণ করেছে। এ জন্য স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ধারা ১২ এর উপধারা (১) এর ক্ষমতা বলে তাকে বরখাস্ত করা হয়েছে। এর আগে মান্নানকে গত বছরের ১৯ আগস্ট বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ। আদালতের রায়ে তিনি মেয়র পদে বহাল হয়েছিলেন। পরে গত ১৬ এপ্রিল এম এ মান্নান পুনরায় গ্রেপ্তার হন।