Tue. Sep 16th, 2025
Advertisements

22kখোলা বাজার২৪, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০১৬: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৮ হাজার ৬৫৭ কোটি ২৭ লাখ টাকার মোট আট প্রকল্প অনুমোদন দিয়েছে।
টহঃরঃষবফ-৩মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি ভবনে একনেকের সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। এতে আরো উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রমুখ।
সভা সূত্রে জানা যায়, অনুমোদিত প্রকল্পে ব্যয়ের মধ্যে বিওবি থেকে ৫ হাজার ৪৯৫ কোটি ৩৯ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহবিল থেকে ৪৬ কোটি ৪৭ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য বাবদ ১৩ হাজার ১১৫ কোটি ৪১ লাখ টাকা ব্যয় করা হবে। আটটি প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প ছয়টি, বাকি দুটি সংশোধিত প্রকল্প।