Fri. Sep 19th, 2025
Advertisements

7খোলা বাজার২৪,শুক্রবার, ২২ এপ্রিল ২০১৬: ব্রাজিল অলিম্পিক খেলার মশাল প্রজ্জলিত করা হল গ্রীসের প্রাচীন শহরে। সূর্যের আলোকরশ্মি ব্যবহার করে এই অগ্নিশিক্ষা প্রজ্জলনের কাজটি করেছেন খেলার প্রধান ধর্মযাজিকার দায়িত্বে থাকা একজন অভিনাত্রী। অনুষ্ঠানে তার সাথে আরও অনেক ধর্মযাজিকা ও সাবেক অলিম্পিক চ্যাম্পিয়ন ছিলেন।
আগামী ৫ আগস্ট ব্রাজিলের রিও ডি জেনেরোতে অনুষ্ঠিত অলিম্পিকের আন্তর্জাতিক উদ্বোধনী অনুষ্ঠানে এই মশালটি হাতে নিয়ে দৌঁড়াবেন অনেক দৌড়বিদ। এক হাজার বছর আগে প্রাচীন গ্রীসের নগরী অলিম্পিয়ার রীতির উপর ভিত্তি করে মশাল জ্বালানোর এই প্রথার গোড়াপত্তন করা হয় আরও প্রায় ৮০ বছর আগে বার্লিন অলিম্পিক খেলার সময়।
বৃহস্পতিবারের এই মশাল জ্বালানোর কাজটি করেছেন অভিনেত্রী ক্যাটরিনা লেহু। এই সময় তিনি আলো ও সঙ্গীতের গ্রিক দেবতা এপোলোর কাছে প্রার্থনার ভঙ্গিও করেন। আয়না ব্যবহার করে সূর্যের আলোর প্রতিফলনে আগুন ধনা তিনি।
বর্তমানে ব্রাজিলের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা অস্থিতিশীল। খেলার প্রধান আয়োজক কার্লোস নুজম্যান বলেছেন, এবারের অলিম্পিক খেলা ব্রাজিলকে আবার একত্রিত করবে। এই মশাল প্রজ্বলন উজ্জ্বল ভবিষ্যতের আশা দিবে সবাইকে। এদিকে অলম্পিক উপলক্ষে প্রাচীন অলিম্পিয়া নগরীতে ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফের সফর বাতিল করা হয়েছে তার বিরুদ্ধে আসন্ন অভিশংসন প্রস্তাবের কারণে।