Fri. Sep 19th, 2025
Advertisements

48খোলা বাজার২৪,শুক্রবার, ২২ এপ্রিল ২০১৬: মুম্বাইয়ের অভ্যন্তরীণ বিমানবন্দরে বিমানবালার সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগে অসিম ভোৗমিক (৩৮) নামে এক বাংলাদেশি যাত্রিকে আটক করেছে নিরাপত্তা কর্মীরা। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছে। – এনডিটিভি।
বৃহস্পতিবার কলকাতা-মুম্বাই ইন্ডিগো ফ্লাইট ‘৬-ই ৩২৬’তে এ ঘটনা ঘটে।
এক সহযাত্রী জানান, চলমান বিমানে চার যাত্রি হাতে থাকা মোবাইল ফোন দিয়ে বিমানবালাদের ছবি তোলা শুরু করে। এক পর্যায়ে বিমানবালারা তাদের ছবি তুলতে নিষেধ করে। কিন্তু এরপরেও তারা ছবি তুলতে থাকে। বিমানবালারা পাইলটকে বিষয়টি অবহিত করেন। পরে এক নাবিক এসে তাদের মোবাইল ফোন জব্দ করেন।
তিনি আরও জানান, বিমানবন্দর কন্ট্রোল রুমকে বিষয়টি জানানো হয়। বিমান অবতরণ করার সঙ্গে সঙ্গে নিরাপত্তা কর্মীরা তাদের তিনজনকে আটক করতে পারলেও একজন পালিয়ে যেতে সক্ষম হয়।
ডিসিপি বিরেন্দ্র মিশ্র জানান, এ ঘটনায় এক বিমানবালা অভিযোগ দায়ের করেছেন। কেবল মাত্র এক বাংলাদেশি যাত্রিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ভারতিয় দ-বিধির ৩৫৪ ধারায় (বিনয়ের সঙ্গে নারী নিপীড়নে শক্তি প্রয়োগ করা) মামলা হয়েছে।
এ ঘটনা সম্পর্কে ইয়ারলাইন মুখপাত্রের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।