খোলা বাজার২৪, শনিবার, ২৩ এপ্রিল ২০১৬: যুক্তরাজ্যে প্রতি ছয় জনের মধ্যে একজন প্রাপ্ত বয়স্ক মানুষ অনলাইন হওয়ার জন্য স্মার্টফোন বা ট্যাবলেট ব্যবহার করছে- যা ২০১৫ সালের থেকে ১০ শতাংশ বেশি।
দেশটিতে ল্যাপটপ বা পিসি-এর বদলে স্মার্টফোন বা ট্যাবলেট ব্যবহার করা মানুষ বাড়ছে।
পিসি বিক্রয়ে মার্কিন সফটওইয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রসফট-এর প্রান্তিক লাভ বিশ্লেষকদের পূর্বাভাসের চেয়ে কম হয়েছে বলে জানিয়েছে স্কাই নিউজ। ২০১৫ সালের একই প্রান্তিকে ৩৪৮ কোটি ইউরো আয় হলেও এ বছর ২৬০ কোটি ইউরো আয় করেছে প্রতিষ্ঠানটি, যা শেয়ার মূল্য ৪ শতাংশের বেশি কমিয়ে দিচ্ছে।
ব্রিটিশ সরকারের গবেষণা প্রতিষ্ঠান অফকম খুঁজে বের করে যে অর্ধেকেরও বেশি প্রাপ্ত বয়স্ক মানুষ জানেন না সার্চ ইঞ্জিনের ‘টপ আইটেম’-এর অধিকাংশই থাকে বিজ্ঞাপন অথবা স্পন্সর্ড লিঙ্ক।
অফকম এর প্রতিবেদনে বলা হয়, “মানুষ অনলাইনে কোন কনটেন্ট অ্যাকসেস করছে তা নিয়ে আরও বেশি সচেতন হওয়া উচিত।”
অনলাইনে নির্দিষ্ট কার্যসূচি বানিয়ে ফেলেছে- এমন মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যারা আগের ব্যবহার করেছেন এমন ওয়েবসাইট ও অ্যাপই ব্যবহার করে থাকেন। এই রীতি ২৫ বছরের বেশি বয়স্কদের মধ্যে বেশি দেখা যায়। একে ‘ইন্টারনেটের সংকীর্ণ ব্যবহারের লক্ষণ” হিসেবে অভিহিত করেছে অফকম।
অফকম-এর এই জরিপ আরও জানায়, ৭০ শতাংশ প্রাপ্ত বয়স্করা স্মার্টফোন ব্যবহার করে শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের জন্য। এর ফলে টেলিভিশনের কয়েক দশকের আধিপাত্য ভেঙ্গে এখন মিডিয়া ডিভাইস হিসাবে মানুষের কাছে মোবাইল ফোন সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে।
এ তো ছিলো স্মার্টফোন ব্যবহারের একাংশ। এ ছাড়াও ব্যবহারকারীদের এক-চতুর্থাংশ তাদের ফোনটিকে টিকেট বা বোর্ডিং পাস কেনার জন্য ব্যবহার করছে। আর এক-পঞ্চমাংশ ট্যাক্সি ডাকার জন্য সবচেয়ে ভালো পন্থা হিসাবে খুঁজে নিয়েছেন নিজের স্মার্টফোনটিকে।