Sat. Sep 20th, 2025
Advertisements

36খোলা বাজার২৪, শনিবার, ২৩ এপ্রিল ২০১৬: প্রকাশ্য দিবালোকে অফিস থেকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে ধর্ষণ করা হলো ২৪ বছরের এক দলিত তরুণীকে। সবার সামনে দিয়ে তাকে নিয়ে যাওয়া হলেও এগিয়ে এলো না কেউ। ভারতের পাঞ্জাবের মুক্তসর এলাকায় গত ২৫ এপ্রিল এ ঘটনা ঘটে। ধর্ষণের পর পালিয়ে এসে ওই তরুণী তার বাবাকে নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানাতে গিয়ে চরম হেনস্থার মুখে পড়েন।
পুলিশ তার এফআইআর নেয় পাঁচ দিন পর। কিন্তু, এক মাস কেটে গেলেও পুলিশ অপরাধীকে গ্রেপ্তার করতে পারেনি। মুক্তাসর এলাকার একটি কম্পিউটার সেন্টারে কাজ করতেন ওই তরুণী। তার অফিসের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ওই দিন অফিস থেকে তাকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে যাচ্ছে এক যুবক। তিনি চিৎকার করে সাহায্য চাইলেও এগিয়ে আসেনি কেউ। পথচারীরা যে যার মতো চলে যান।
পরে ওই তরুণীর অফিস থেকে বেরিয়ে আসেন তার সহকর্মীরা। কিন্তু, ততক্ষণে তাকে নিয়ে উধাও হয়ে গেছে ওই দুস্কৃতকারী। পরে ওই তরুণীটিকে একটি পরিত্যক্ত খামার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। পুলিশ জানিয়েছে, ওই দুস্কৃতকারী ও তরুণীটি একই গ্রামের বাসিন্দা। তারা পূর্বপরিচিত ছিলেন। পুলিশের হেনস্থার বিষয়ে ন্যাশনাল কমিশন ফর শিডিউলড কাস্টে অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী। এর ভিত্তিতে মুক্তাসর থানার পুলিশ কর্মকর্তাকে তলব করেছে কমিশন।