খোলা বাজার২৪, সোমবার, ২৫ এপ্রিল ২০১৬: ফিওরেন্তিনার বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয় জয়ে শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ইউভেন্তুস। শেষ তিন রাউন্ডে আর ১ পয়েন্ট পেলেই টানা পঞ্চমবারের মতো সেরি আয় চ্যাম্পিয়ন হবে ইতালির সফলতম ক্লাবটি।
৩৫ ম্যাচে ইউভেন্তুসের পয়েন্ট ৮৫। এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে থাকা নাপোলি সোমবার রোমার মাঠে জিততে না পারলেও ৩২তম লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাবে ইউভেন্তুসের।
রোববার রাতে ফিওরেন্তিনার মাঠে ৩৯তম মিনিটে মারিও মানজুকিচের গোলে এগিয়ে যায় ইউভেন্তুস। পল পগবার হেড করে বাড়ানো বলে ডি বক্সের মধ্যে থেকে লক্ষ্যভেদ করেন ক্রোয়েশিয়ার এই স্ট্রাইকার।
৮১তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে ফিওরেন্তিনাকে সমতায় ফেরান ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড নিকোলা কালিনিচ। দুই মিনিট পর খুব কাছ থেকে বল জালে জড়িয়ে ফের ইউভেন্তুসকে এগিয়ে দেন আলভারো মোরাতা।
৮৯তম মিনিটে ডি বক্সের মধ্যে হুয়ান কুয়াদরাদো গোলদাতা কালিনিচকে ফাউল করলে পেনাল্টি পায় ফিওরেন্তিনা। সুযোগটা কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। কালিনিচের শট গোলরক্ষক জানলুইজি বুফ্ফন ঠেকিয়ে দিলে জয় নিশ্চিত হয়ে যায় ইউভেন্তুসের।
লিগে শেষ ২৫ ম্যাচে ইউভেন্তুসের এটা ২৪তম জয়, অন্যটি ড্র। দারুণ এই পথচলা শুরুর আগে গত অক্টোবরের শেষ দিকে শীর্ষে থাকা দলের চেয়ে ১১ পয়েন্টে পিছিয়ে দ্বাদশ স্থানে ছিল মাস্সিমিলিয়ানো আলেগ্রির দল।