Sat. Mar 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

47খোলা বাজার২৪, সোমবার, ২৫ এপ্রিল ২০১৬: প্রাইভেসি বা ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করতে টর ব্রাউজার বা ডার্ক ওয়েব ব্যবহার করে প্রতি মাসে ফেসবুক ব্যবহার করছে ১০ লাখেরও বেশি মানুষ। টর ব্রাউজার ব্যবহার করলে প্রাইভেসি বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় এবং ডিজিটাল কোনো ছাপ থাকে না। ফেসবুক কর্তৃপক্ষের বরাতে আইএএনএসের এক প্রতিবেদনে বলা হয়েছে, টর ব্যবহারকারীর সংখ্যা গত কয়েক বছরে ছিল খুব কম। ২০১৫ সালের জুন মাস পর্যন্ত টর ব্যবহার করে প্রতি মাসে মাত্র পাঁচ লাখ ২৫ হাজার ব্যবহারকারী ফেসবুক ব্যবহার করত। কিন্তু এ বছরের এপ্রিল মাসের মধ্যে টর ব্যবহারকারী বেড়ে ১০ লাখেরও বেশি হয়ে গেছে।

ফেসবুকের বরাতে প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, টর ব্যবহার করে ফেসবুক ব্যবহারকারীর হার বাড়ার বিষয়টি মানুষের পছন্দের প্রতিফলন। ফেসবুক ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার যে সুবিধা দেয় তার মূল্যায়ন।
টর ব্যবহার করে নাম-পরিচয় গোপন করে ওয়েব ব্রাউজিং করা যায়। এ পদ্ধতিতে সরাসরি যোগাযোগের পরিবর্তে একাধিক এনক্রিপশনভিত্তিক ধাপ পেরিয়ে যোগাযোগ করা হয় বলে ব্যবহারকারীর সত্যিকার পরিচয় গোপন থাকে। ২০১৪ সালের অক্টোবর মাসে টর ব্যবহার করে ফেসবুক চালানোর সুবিধা দিতে বিশেষ ঠিকানা চালু করে ফেসবুক কর্তৃপক্ষ। এ বছরের শুরু থেকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ফেসবুক ব্যবহারকারীদের জন্য টর ব্যবহারের সুযোগ করে দেয় প্রতিষ্ঠানটি। অবশ্য এখনো আইওএস প্ল্যাটফর্মে টর ব্যবহার করে ফেসবুক ব্যবহারের সুবিধা আসেনি।