Mon. Sep 22nd, 2025
Advertisements

11খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০১৬: সৌদি আরবের মন্ত্রিসভা ব্যাপক অর্থনৈতিক সংস্কারের এক প্রস্তাব অনুমোদন করেছে যার মধ্য দিয়ে তেল বিক্রির ওপর দেশটির নির্ভরশীলতার অবসান ঘটবে। সৌদি আয়ের ৭০% আসে জ্বালানি তেল থেকে। তবে বিশ্বব্যাপী তেলের দাম মুখ থুবড়ে পড়েছে। এই সংস্কার পরিকল্পনার একটি অংশ হচ্ছে রাষ্ট্র-নিয়ন্ত্রিত তেল সংস্থা আরামকোর শেয়ার বিক্রি করে একটি আর্থিক তহবিল গড়ে তোলা।
এই পরিকল্পনা সম্পর্কে ঘোষণা করতে গিয়ে উপ-যুবরাজ মোহাম্মদ বিন সালমান মন্তব্য করেন তার দেশ তেল সম্পর্কে নেশাগ্রস্ত হয়ে পড়েছে। সৌদি নিউজ চ্যানেল আল-আরাবিয়াকে ভিশন-২০৩০ সম্পর্কে বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ২০২০ সালের মধ্যে তার দেশের তেলের ওপর নির্ভরশীলতার অবসান ঘটবে। সৌদি সংস্কার পরিকল্পনায় যা থাকছে: আরামকোর ৫% শেয়ার বিক্রি বিক্রি করা হবে, যার মূল্য ২.৫ ট্রিলিয়ন ডলার। এই বিক্রি থেকে যে তহবিল গঠিত হবে তার আকার দুই ট্রিলিয়ন ডলার। নতুন ভিসা প্রথা চালু করা হবে, যার মধ্য দিয়ে মুসলমান এবং আরবরা সৌদি আরবে দীর্ঘমেয়াদে কাজ করতে পারবেন। খনি এবং সমরাস্ত্র প্রস্তুত খাতে বিনিয়োগ করা হবে। কাজের ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ বাড়ানো হবে।