খোলা বাজার২৪, বুধবার, ২৭ এপ্রিল ২০১৬: ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক কামরুল হাসানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জানা গেছে, ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রী শিক্ষক কামরুল হাসানের বিরুদ্ধে ২০১৪ সালের ২১ অক্টোবর ‘যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটির’ কাছে লিখিত অভিযোগ করে। এর পর শুরু হয় তদন্ত। তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় ২০১৫ সালের ২৭ এপ্রিল কামরুল হাসানকে চাকুরিচ্যুত করার সুপারিশ করে তদন্ত কমিটি।
বিষয়টি সে সময় সিন্ডিকেট সভায় তোলা হয়। কিন্তু উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান পুনরায় তদন্তের দাবি করেন। এর পর চার সদস্যের একটি ‘রিভিউ কমিটি’ করা হয়। পুনরায় তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর অধ্যাপক কামরুলকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সুপারিশ করা হয়।