Mon. Sep 22nd, 2025
Advertisements

30খোলা বাজার২৪, বুধবার, ২৭ এপ্রিল ২০১৬: আগামীকাল বৃহস্পতিবার আইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়, সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স ও সনি ইএসপিএন।
চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচটিকে সামনে রেখে বর্তমানে মুম্বাইয়ে অবস্থান করছেন কেকেআরের খেলোয়াড়রা। সেখানে গিয়ে মাঠে অনুশীলন করেছেন সাকিব আল হাসানরা। এরপর নিজেদের চাঙ্গা রাখতে ঘুরে আসলেন বিগ বসের ঘরে, যা মুম্বাইয়ের অদূরে অবস্থিত। সাকিবের সঙ্গে ছিলেন উমেশ যাদব, সুরিয়া কুমার যাদব ও জেসন হোল্ডার। বিগ বসের ঘরে একসঙ্গে তারা ক্যামেরাবন্দী হলেন।
সেখানে চলছিল একটি রিয়্যালিটি টিভি শো। সাকিবরা যোগ দিলেন সেই শোতে। বসেছিলেন না। প্রতিযোগীদের সঙ্গে পায়ে পা মিলিয়ে নাচলেন কিছুক্ষণ। এরপর জমলো তাদের আড্ডাও। এতে দারুণ রোমাঞ্চিত সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার সেটা প্রকাশ করলেন এভাবে, ‘একেবারে নতুন রকমের একটা অভিজ্ঞতা হলো এখানে (বিগ বস) এসে।’