Tue. Sep 16th, 2025
Advertisements

32খোলা বাজার২৪, বুধবার, ২৭ এপ্রিল ২০১৬: পুঁজিবাজার তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এবি ব্যাংক লিমিটেড প্রিমিয়ামসহ রাইট শেয়ার ছাড়বে। সেই সঙ্গে অনুমোদিত মূলধন বাড়াবে বলে সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, পাঁচটি শেয়ারের বিপরীতে চারটি শেয়ার রাইট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। ১০ টাকা ফেসভ্যালুর সঙ্গে আড়াই টাকা (২ টাকা ৫০ পয়সা) প্রিমিয়ামসহ সাড়ে ১২ টাকায় রাইট শেয়ার ছাড়তে চায় ব্যাংকটি। একই সঙ্গে অনুমোদিত মূলধন ৬০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ১৫০০ কোটি টাকায় উন্নীত করবে এবি ব্যাংক।
আর এসব সিন্ধান্ত শেয়ারহোল্ডাদের সম্মতির জন্য বিশেষ সাধারণ সভা (ইজিএম) এবং ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ জুলাই অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৩১ মে নির্ধারণ করা হয়েছে।
শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করবে। অনুমোদন পাওয়ার পর শেয়ারহোল্ডারদের থেকে টাকা সংগ্রহ করবে ব্যাংকটি।
৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের কোম্পানির কর পরিশোধের পর মুনাফা হয়েছে ১৪৫ কোটি ৭৩ লাখ টাকা। কনসোলেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪২ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৯ টাকা ৩৬ পয়সা।
উল্লেখ্য, ১৯৮৩ সালে পুঁজিবাজারে এবি ব্যাংক তালিকাভুক্ত হয়। প্রতিষ্ঠানটি ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।