Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

4খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০১৬: ঠিক কয় জন নায়িকার সঙ্গে অভিনয় করেছেন শাহরুখ খান? তালিকায় কে নেই, সেটা বলা সম্ভবত সহজ। জানেন, স্ত্রী গৌরীর সঙ্গেও তিনি অভিনয় করেছিলেন? নায়ক-নায়িকার ভূমিকায়? প্রচুর বিতর্ক, প্রচুর জল্পনা। তা-ও একদিনের জন্য তাঁদের সম্পর্কে চিড় ধরেনি।
শাহরুখ ও গৌরী খান নিঃসন্দেহে বলিউডের আদর্শ কাপ্ল। আজ বলিউডে যখন একের পর এক ব্রেক-আপ চতুর্দিকে, তখন এই দু’জন অনায়াসে হয়ে উঠতে পারেন সকলের আদর্শ। গত শতকের ৯০-এর দশকে এই দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছিল পর্দায়। মনে আছে সেই সাবানের বিজ্ঞাপন? যাঁরা দেখেছিলেন, তাঁদের জন্য আরও একবার রইল সেই ভিডিও। যাঁরা দেখেননি, তাঁরা দেখে নিন।
 – ঝবব সড়ৎব ধঃ: