Sat. Sep 20th, 2025
Advertisements

5খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০১৬: কয়েকদিন আগে রানির নব্বইতম জন্মবার্ষিকীর কেক তৈরি করে আবারও মিডিয়ার নজর কেড়েছিলেন নাদিয়া হুসেইন।
এবার এই ব্রিটিশ-বাংলাদেশি তার নিজস্ব টেলিভিশন অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন ব্রিটিশ টেলিভিশন দর্শকদের সামনে।
গত বছর ‘গ্রেট ব্রিটিশ বেক অফ’ জয়ী নাদিয়া রীতিমত হৈ চৈ ফেলে দিয়েছিলেন। বিবিসি’র এই রিয়েলিটি টিভি শো মূলত কে কত ভালো কেক বানাতে পারে তার প্রতিযোগিতা।
গ্রেট ব্রিটিশ বেক অফ অনুষ্ঠানে নাদিয়া
নাদিয়া হুসেইনকে নিয়ে এবার তৈরি হচ্ছে দুই পর্বের এক টেলিভিশন অনুষ্ঠান ‘ক্রনিকলস অফ নাদিয়া’। এতে নাদিয়া মূলত তার রন্ধন কৌশলের শেকড় সন্ধান করবেন বাংলাদেশে এসে।
অনুষ্ঠানটির একটি অংশ শ্যুট করা হয়েছে নাদিয়ার নিজ শহর লুটনে, একটি অংশ বাংলাদেশে তাদের গ্রামের বাড়িতে।
অনুষ্ঠানে নাদিয়াকে তার শৈশবের নানা প্রিয় খাবার রান্না করতে দেখা যাবে। এছাড়া নাদিয়া তার আত্মীয়-স্বজনদের কাছ থেকে নতুন রান্নাও শিখবেন।