খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০১৬: বায়োমেট্রিক রি-ভেরিফিকেশন করে মালয়েশিয়ায় কাপল ট্রিপ জিতে নেয়ার সুযোগ পাবেন বাংলালিংক গ্রাহকরা। এছাড়া রয়েছে প্রতিঘণ্টায় এলইডি টিভি এবং স্মার্টফোন জিতে নেবার সুযোগ।
যে সমস্ত বাংলালিংক গ্রাহক তাদের বায়োমেট্রিক রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন তারা ‘জোসসস্ অফার’ নামের এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন।
প্রতিযোগিতায় অংশ নিতে গ্রাহকদের দিনের নির্দিষ্ট সময়ে ৫৮ টাকা রিচার্জ করতে হবে। সকাল ১০টায় ৫৮ টাকা রিচার্জ করা বায়োমেট্রিক রেজিস্ট্রেশন সম্পন্নকারী প্রথম গ্রাহক পাবেন সঙ্গীসহ মালয়েশিয়া যাওয়ার সুযোগ।
প্রতিদিন দুপুর ১২ টায় রিচার্জকারী প্রথম গ্রাহক জিতে নেবেন একটি এলইডি টিভি। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রতিঘণ্টায় প্রথম রিচার্জকারী দশজন গ্রাহক পাবেন স্মার্টফোন।