খোলা বাজার২৪,শুক্রবার, ২৯ এপ্রিল ২০১৬: সোশ্যাল মিডিয়ায় আজ এটাই সবচেয়ে ভাইরাল ছবি। সোশ্যাল নেটওয়ার্কে পোস্ট করতেই হাজার হাজার ক্লিকে শুধু ছবিটি শেয়ার হচ্ছে। লাইক বোতামটা তো আর একটু হলেই ফেসবুক থেকে খসে পড়ত! তবে দেখেই বুঝতে পারছেন এটা একটা অতি সাধারণ ছবি। না, এটা বলে দিতেই হচ্ছে, এই ছবিতে কোনও রহস্য নেই। ফটোশপের কারসাজিও নেই। ভালো করে দেখুন। আরও একবার নয়, বারবার দেখুন। বুঝতে পাড়লেন, কেন এই ছবি ভাইরাল?
টহঃরঃষবফ-৩
ছবিটি ভাইরাল কারণ, তার ক্যাপশন। দুই সুন্দরী যুবতীর ছবি নিয়ে বিশ্বের সমস্ত রহস্য শেষ হয়ে যায় শুধুমাত্র ক্যাপশনে। আর তারপরই মুখ হাৃ করেই থাকতে হয়। দুই রমণীর একজনের বয়স ১৮, অন্যজনের ৩৬। মা ও মেয়ের ছবি দেখে অবাক হয়েছেন