Mon. Sep 15th, 2025
Advertisements

14খোলা বাজার২৪,শুক্রবার, ২৯ এপ্রিল ২০১৬: প্রতিভার শেষ নেই। পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছেন যারা অদ্ভুত সব কাণ্ড করে অন্যকে তাক লাগিয়ে দেন। সম্প্রতি তেমনি ব্যতিক্রমী এক কাণ্ড করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন চীনের এক ব্যক্তি।
সাধারণত মানুষ খাওয়ার কাজটি মুখ দিয়ে করেন। কিন্তু এ ব্যক্তি নাক দিয়ে সাবার করেছেন এক গ্লাস বিয়ার।
সম্প্রতি ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ‘লাইভলিক’-এ একটি ভিডিও আপলোড হয়। সেখানে দেখা যায় এক ব্যক্তি এক গ্লাস বিয়ার পান করছেন নাক দিয়ে। ভিডিওটি ঠিক কোন স্থানে ধারণ করা হয়েছে তা জানা যায়নি। তবে এটি আপলোড করা হয়েছে চীনের লানজু থেকে।
আশপাশের পরিবেশ এবং শব্দ শুনে ধারণা করা হচ্ছে সেটি কোনো নাইট ক্লাবের দৃশ্য। আর প্রতিযোগিতার অংশ হিসেবেই তিনি নাক দিয়ে বিয়ার পান করছিলেন। কারণ আশপাশের লোকজন তাকে উৎসাহ দিচ্ছিলেন।
সবচেয়ে দ্রুত বিয়ার খাওয়ার রেকর্ড রয়েছে পিটার ডডেসওয়েল নামক এক ব্যক্তির। মাত্র ৪৫ সেকেন্ডে ৫৬৮ মিলিলিটার বিয়ার পান করেছেন তিনি।