Sat. Mar 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

21 খোলা বাজার২৪,শুক্রবার, ২৯ এপ্রিল ২০১৬: ‘আইনগত সহায়তা দিবস’ উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উদ্যোগে শোভাযত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আইন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহনে একটি শোভাযাত্রা বের হয়। আইন বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক আরমিন খাতুন ও সাজ্জাদুর রহমানের নের্তৃত্বে শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
আরমিন খাতুনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান মন্ডল, বিভাগের শিক্ষক অধ্যাপক জহুরুল ইসলাম, অধ্যাপক আক্রাম হোসাইন, অধ্যাপক হালিমা খাতুন, সহযোগী অধ্যাপক করিম খান প্রমুখ। আলোচনা সভা শেষে আইন বিভাগের ছাত্রী সাহিদা আক্তার আশার সঞ্চালনায় ও আইন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহনে উপস্থিত বক্তৃতা, বিতর্ক প্রতিযোগীতা, যেমন খুশি তেমন সাজ, কুইজ প্রতিযোগীতা এবং আইনগত সহায়তা প্রদান বিষয়ক একটি নাটিকা অনুষ্ঠিত হয়।