Sun. Sep 21st, 2025
Advertisements

32খোলা বাজার২৪, শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬: বাল্টিক সাগরে যুক্তরাষ্ট্রের একটি পর্যবেক্ষণ বিমানকে তাড়া করেছে রাশিয়ার একটি যুদ্ধ বিমান।
বিবিসির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবারের ওই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেছে পেন্টাগন। পেন্টাগন জানায়, এ ধরনের কার্যক্রম হচ্ছে অনিরাপদ ও অপেশাদারি আচরণ।
আমেরিকান বিমানের ওপর রাশিয়ার বিমান রণ প্রস্তুতির মতো আচরণ করেছে বলে অভিযোগ পেন্টাগনের।
চলতি মাসে এ নিয়ে দ্বিতীয় বারের মতো বাল্টিক অঞ্চলে রাশিয়ার বিমান যুক্তরাষ্ট্রের বিমানকে ধাওয়া করল।
এর আগে ১৩ এপ্রিল রাশিয়ার দুটি যুদ্ধ বিমান মার্কিন ডেস্ট্রয়ার জাহাজের পাশে বেশ কয়েকবার ঝুঁকিপূর্ণভাবে উড়ে যায়।
পেন্টগনের মুখপাত্র ডেনিয়েল হ্যারনান্ডেজ বিবিসিকে বলেন, রাশিয়া গত বছর বার বার সামরিক বিমান নিয়ে যে আচরণ করছে, তাতে নিরাপত্তার বিষয়টি ভাবতে হচ্ছে। আমরা তাদের এ ধরনের আচরণ গভীরভাবে পর্যবেক্ষণ করছি।
তিনি বলেন, মার্কিন যুদ্ধবিমানগুলো আন্তর্জাতিক সীমানাতেই অবস্থান করে আসছে এবং রাশিয়ার এলাকায় ঢোকেনি। রাশিয়ার সামরিক বিমানের এ ধরনের ধাওয়া দেওয়ার ঘটনা দু’পক্ষের জন্যই ক্ষতির কারণ হতে পারে।
এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ বিবিসেক জানান, তারা নিরাপদ দূরত্ব বজায় রেখেই তাদের বিমান চালিয়েছিলেন।
যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজের পাশ দিয়ে যাওয়ার বিষয়ে তিনি জানান, তারা শুধু জাহাজটিকে পর্যবেক্ষণের উদ্দেশ্যেই পাশ দিয়ে উড়ে গেছে।